“কোনো কোনো রাত একলা এমন” বইয়ের ফ্ল্যাপের লেখা:
ফোনে কিছুক্ষণ চুপ করে থাকে চৈতী। তারপর হাসতে হাসতে বলে, তােমার পাশে কে বসেছে? ‘একজন মানুষ। হাসতে থাকে চৈতী, বাসের সিটে মানুষ বসে না তাে গরু বসে! শােনাে-।’ চৈতী হাসির মাত্রাটা আরাে একটু বাড়িয়ে দিয়ে বলে, তুমি ঘুরে আসাে, খুব চমক্কার একটা খবর দেব আমি তােমাকে। হেসে ফেলি আমি। অবস্থানগত যােজন যােজন পার্থক্যের এই আমি আর এই চৈতী, যেখানে ওদের একটা গাড়ির দামে আমাদের সমস্ত সম্পদ কিনে নেওয়া যাবে, সেখানে চমক্কার খবরটা যে কী, তা আন্দাজ করতে কষ্ট হয় না। আমার বাস ছেড়ে দিয়েছে। কথা বলতে বলতেই আমি আড়চোখে পাশে বসা মেয়েটির দিকে তাকাই। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের দিকে। কথা শেষ হতেই সে কষ্ট কষ্ট গলায় বলল, ‘কেউ একজন অপেক্ষা করছে কারাে জন্য, এর চেয়ে চমত্তার কোনাে অনুভূতি সম্ভবত মানুষের জীবনে আর নেই। কেউ অপেক্ষা করছে না, এর চেয়ে শূন্যতা, এর চেয়ে বেশি হাহাকারও নেই আর কোথাও। কথা শেষ করে না মেয়েটি। বাসের জানালা দিয়ে বাইরে তাকায় সে, একটু পর আকাশে। যেখানে একটু একটু করে ফুটে উঠছে অজস্র তারার ফুল।