ফারজানা মিতু কবিতা লেখেন হৃদয়ের গভীর থেকে, অন্তর্লীন আনন্দ-বেদনার অনুভূতি থেকে। তার কবিতায় তাই অনুরনন ওঠে মানবিক আকাঙ্খা ও চিরায়ত অপেক্ষার। প্রেম জাগ্রত হয় তার বাক্যরাজি থেকে এবং স্পর্শ করে পাঠকের চেতনাকে, স্পর্শাতীত প্রাপ্তির আনন্দে মনকে বিহ্বল করে তোলে। তার কবিতার সঙ্গে হয়ত অনেকেই পরিচিত নন- কিন্তু তার উচ্চারিত পংক্তিমালা ওই প্রাপ্তি থেকে পাঠকের তাই মনে হয়, তিনি যেন অনেক দিনের চেনা।
শুধু এই প্রেম-হৃদয়-মানবিক প্রবৃত্তিই নয়, দেশ-কাল-সমাজের চালচিত্রও নীরবে উঠে আসে ফারজানা মিতুর কবিতাতে। তিনি যখন বলে ওঠেন, ‘তোমাকে পাবার জন্য/ অনন্তকাল মিছিলে যাব আমি’, তখন তা কেবল প্রেম নয়, সামাজিক কমিটমেন্টকেও সকলের সামনে তুলে ধরে।এটিই ফারজানা মিতুর প্রথম কবিতার বই। এ কবিতাগুলো আসলে তার হৃদয়ের রক্তক্ষরণের অনুবাদ, এ তার অনুভূতির প্রত্যাশাহীন প্রকাশ। সহজেই তাই তা আমাদের মনে গেঁথে যায়, আমাদের আনমনা করে তোলে এবং বর্ণনাতীত প্রাপ্তির সমুদ্রে দোলাতে থাকে।