কবি কাজী নজরুল ইসলামের গদ্য-পদ্য রচনায় যা সাধারণভাবে মুখ্য হয়ে উঠেছে, এমনকি তাঁর জীবনযাত্রায়ও যা প্রাধান্য পেয়েছিল তা হল ‘অতৃপ্তি’। তৃপ্তি নেই কিছুতেই, স্বস্তি নেই কোথাও। না-পাওয়ার ক্ষোভ, পেয়ে হারানোর যন্ত্রণা, প্রাপ্তির পরও স্বরূপে তাকে উপলব্ধির অসমর্থজাত অস্বস্তি যেন কবি ও ব্যক্তি নজরুল ইসলামের গোটা জীবনের ভাব-চিন্তা, কর্ম–আচরণ নিয়ন্ত্রণ করেছে। এ অতৃপ্তির উৎস কি তা না জানলে, এর মূলীভূত কারণ আবিষ্কৃত না হলে কেবল কাব্যের আক্ষরিক ব্যাখ্যা বিশ্লেষণ করে এর কূল-কিনারা পাওয়া যাবে না। কোনো ঋজু একক কারণে প্রায় কিছুই ঘটে না; তাই কারণ বলতে কারণ-পরস্পরা বুঝতে হবে; এবং এস-কারণ সন্ধান কিংবা আবিষ্কারও কোনো একহারা বিদ্যার কাজ নয়। দেশকালের পরিমণ্ডলে থাকে নানা জটিল কারণ-ক্রিয়ার ঘাত-প্রতিঘাত। এখানে কবি নজরুলের মনোজগৎ বিশ্লেষণ করা হয়েছে তারই জীবনের নানা ঘটনা ও তৎসময়ের বাস্তবতার নিরিখে। পাঠক সমালোচকদের চোখে নজরুলের সাহিত্য বিশ্লেষিত হয়েছে। কাজী নজরুল ইসলামের রাজনৈতিক মতাদর্শ আলোচিত হয়েছে। নজরুল ইসলামের কবি স্বভাবে শক্তিপূজার প্রসঙ্গ এবং প্রেম-তৃষ্ণা নিয়ে আলোচনা করা হয়েছে। নজরুলের কবিভাষায় পুরাণ ও প্রকৃতি বিষয়টা কেমন তা আলোচনা হয়েছে। পরিশিষ্টে নজরুল গ্রন্থপঞ্জী ও নজরুল-বিষয়ক গুরুত্বপূর্ণ গ্রন্থাবলির তালিকা সংযোজিত হয়েছে। সব মিলিয়ে কবি নজরুল-প্রেমি এবং নজরুল-গবেষকদের জন্য বইটি একটি আকর-গ্রন্থ হিশেবে বিবেচিত হবে।