অনেক আগে কবিতাই ছিল যার অনুভবের আঁকিবুকি । বেশ কিছুদিন যাবত আর নাকি কবিতাতে স্বাচ্ছন্দবোধ করছেন না। ফেলে আসা গ্রাম, নদী, ঝোঁপঝাড়, বুড়োবট, শ্যাওলাধরা বৈঠকখানা, আজান, কাসর, কাদামাটি আর এসবের মানুষেরা তাকে বারবার আন্দোলিত করে । কবিতাতে এদের বিচরণ কেবলই উপমার অনুসঙ্গী আর গল্পে তা-ই ধরা দেয় পুঙ্খানুপুঙ্খ সামগ্রিকতায়। যেরকম আশ্বস্ত হতে পারেন গল্পশেষে শেষ না হওয়ার আনন্দে, তেমন করে কবিতা সম্পূর্ণ শেষ করেও কোথায় যেন স্বস্তি পান না। তার গল্পে নারীরা আসেন তার চেনা পৃথিবীর বলয় থেকে । মূলত নারীর বেদনার ছোট ছোট শাহনামা উম্মে মুসলিমার ছোটগল্প । এ বইয়ের প্রতিটি গল্পই বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর সাহিত্যপাতায় প্রকাশিত। ২০১১ থেকে ২০১৩-এর মধ্যে রচিত। তার নারীরা গভীরভাবে প্রেমে পড়েন কিন্তু তাকে তুচ্ছ করে দেয় গুচ্ছ প্রতারণা। সেসব ভাঙাবুকের ভাঙন নিয়েই ‘তুচ্ছ প্রেম গুচ্ছ প্রতারণা’ ।