“ছোটদের মুক্তিযুদ্ধের অজানা গল্প” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
রাফির নানা গল্প জানেন। অনেক গল্প। রাফিকে গল্প শােনান। মাঝে মধ্যে। কয়েক বছর পার হলাে। নানা একটা গল্প বলবেন, অজানা গল্প । কিন্তু নানা বলেন না সে গল্প। আজ না কাল। কাল না পরশু। এভাবেই পার হয় কয়েকটি বছর। | সেদিন রাফিদের বাসায় নানা এলেন। নানার সামনে বসলাে রাফি। গল্প শুনতে। রাফি মন খারাপ করে বলল, নানা, আজ অন্য কোনাে গল্প শুনব না।’ নানা গালে হাত দিয়ে বললেন, “কেন?” ‘অজানা গল্পটা শুনব।’ ‘অজানা গল্প বলব অন্যদিন। এ আজ মজার একটা গল্প বলব। । ‘মজার গল্পটা অন্যদিন শুনব। ৩ আজ শুনব অজানা গল্প। ‘অজানা গল্প । কোন্ অজানা গল্প?