“অতলের আঁধি” বইয়ের ফ্ল্যাপের লেখা:
‘অতলের আঁধি’তে হাসান আজিজুল হক এমন অনেক মৌলিক ও দুরূহ প্রশ্ন উত্থাপন করেছেন, যার মুখােমুখি হলে নিরুত্তর থাকা ছাড়া গত্যন্তর থাকে না। তিনি নিজে উত্তর দেবার চেষ্টা যে করেননি তা নয়। তীক্ষ্ন যুক্তি দিয়ে এসবের উত্তর খুঁজেছেন তিনি একেবারে নিজস্ব কথকতার ভঙ্গিতে। স্পষ্টই বােঝা যায় এইসব গভীর সঞ্চারী: ভাবনার মূল উৎস সমাজের প্রতি তার দায়বােধ। এদেশের ক’জন। সৃজনশীল সাহিত্যিক এই দায়বােধের প্রেরণা বােধ করেন তা ভেবে দেখার মতাে।