“নির্বাচিত গল্প” বইয়ের ফ্ল্যাপের কথা:
নির্মম কঠোর বাস্তব আর সমাজের নিচুতলার নীরক্ত রুক্ষ মানুষের জীবন্ত ভাস্কর্যের নাম—হাসান আজিজুল হকের গল্প। বাংলা সাহিত্যের অন্যান্য গল্পকার এবং হাসানের বাস্তবকে দেখার মধ্যে পার্থক্য এই যে, তিনি তৃতীয় এক চোখ দিয়ে এমন অনেক কিছু দেখেন যা তারা দেখেন না। আর তার অতিরিক্ত চোখটি বােধ হয়। অন্য দুটি থেকে তীক্ষ্ণতর। তাঁর গল্পের মানুষেরা যেন নিত্য দেখা বাস্তবের ‘ফিকে অন্ধকারের মধ্যে গভীর নিকষ একতাল সজীব অন্ধকারের মতাে। তার অভিনব চিত্রকল্প এবং উপমা ও গদ্যের অবিশ্বাস্য ঋজুতায় নিরীহ এইসব মানবমানবী উদ্ধত তর্জনীর মতাে মাথা তুলে জগজীবন আর সমাজ সম্পর্কে মৌলিক কিছু প্রশ্ন উত্থাপন করে—তখন আমরা যাঁরা নিশ্চিন্ত এবং নির্বিঘ্ন জীবনযাপন করছি, বেঁচে থাকাটাকে লজ্জার বিষয় বলে ভাবতে থাকি। হাসান আজিজুল হকের ‘নির্বাচিত গল্প’–এই হিরন্ময় গল্প সংকলনটি একথাগুলির সপক্ষে কথা বলবে।