ফ্ল্যাপ
আর কতকাল ভালোবাসাহীন হৃদয়টা শূন্য হয়ে থাকবে? আমার যে প্রেমে পড়ার ভীষণ ইচ্ছা করে। ক্যাম্পাসে শত শত মেয়ে দেখি প্রতিদিন। দরকার নেই শত শত মেয়ের আমার। আমার প্রয়োজন একজনকে। মাঝে মাঝে মনে হয় প্রতিটি মেয়েকে একটি করে গোলাপ ফুল দিই। এর মধ্যে থেকে যদি কেউ একজন আমার মনের কথা বুঝতে পেরে করুণা করে হলেও ভালোবাসত। তাহলে তো এ জীবনে আর কিছু চাওয়ার ছিল না আমার।
ক্যাম্পাসের চারদিকে শুধু প্রেমের দাও আর নাও। আমি বলি, কেউ একজন আমাকে প্রেম দাও-ভালোবাসা দাও। আমার মনের চিরসঙ্গী হও। আমার হৃদয়ের শূন্যতা পূরণ করো। কিন্তু কে শুনবে আমার একাকী হৃদয়ের ক্রন্দন।
শূন্য হৃদয়ে ভালোবাসার সেই ফুল ফুটবে কবে। ফুল বাগানের সেই ফুলপরিটির জন্য আজও হৃদয়ের ভালোবাসার জানালা খুলে বসে আছি। আর কত কাল একা থাকব, চাঁদ একা, সূর্য একা, গোলাকার এই পৃথিবীটা একা, তোমার অপেক্ষায় আমিও বড় একা।