ফ্ল্যাপের লেখা
লম্বা দম নিয়ে বললাম, ‘আমি আপনাকে বিয়ে করতে চাই।’
ফুঁপিয়ে কেঁদে উঠল মিস মোনা।
‘আই এম সরি।’শুষ্ক গলায় বললাম আমি।
গত পরশুই তো আমরা বিয়ে করেছি আর সকালেই তুমি সেটা ভুলে বসে আছো।
ও মা গো আমার কী হবে গো।’
হু হু করে কাঁদতে লাগলো মিস মোনা।’কেঁদো না মোনা।আমি ভুলেই গিয়েছিলাম।’
‘কাঁদবো না তো কী করবো মোনা তো পাশের বাসার কাজের মেয়েটির নাম।আমার নাম তো পান্না।তোমার চার নম্বর বউ।’ যেন বোমা ফাটাল আমার বর্তমান স্ত্রী। এমনই মজার মজার হাসির গল্প নিয়ে সুপরিচিত রম্য লেখক বিশ্বজিৎ দাস এর রম্য গল্প সংকলন ‘গ্যাঁড়াকল ‘