নিউ বাংলাদেশ গ্রন্থটি ভবিষ্যত সময়ে মানুষ আর কৃত্রিম বুদ্ধিমত্তাবিশিষ্ট প্রজাতির মধ্যে যে সম্পর্কের ধরন সেটি নিয়ে রচিত। বৈজ্ঞানিক কল্পকাহিনী। বইটিতে বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরে বাংলাদেশের প্রায় সমান একটি দ্বীপ নিউ বাংলাদেশে কিভাবে মানুষ রােবােট মিউট্যান্ট সাইবর্গরা নিজেদের মতাে করে। টিকে থাকার চেষ্টা করছে তা উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশের সাপেক্ষে লেখা এই গ্রন্থটি বাংলাদেশের কৃত্রিম বুদ্ধিমত্তা। গবেষণার ভবিষ্যতকে তুলে ধরবে। এলিয়েন প্রজাতি, রােবােটিক জেনারেশনসহ কল্পবিজ্ঞানের চিত্তাকর্ষক বিষয়গুলােও চলে। এসেছে কাহিনীর প্রয়ােজনে। আশা করা যায় গ্রন্থটি পাঠকদের ভালাে লাগবে।