নিলিটা রােবটকে একদমই সহ্য করতে পারে না! যখন সে শুনল! সেই রােবটকেই তার বিয়ে করতে হবে… তখন সে রাগে দুঃখে ফেটে পড়ল। জীবনের ঝুঁকি নিয়ে সে বেরিয়ে পড়ল বাইরের অপরিচিত অরক্ষিত ভয়ংকর এক পৃথিবীতে! যেখানে পদে পদে বিপদের হাতছানি! নিলিটার সামনে বিপদ! সীমাহীন সমুদ্র আর গহীন অরণ্য! যেখানে অসংখ্য হিংস্র শ্বাপদের বাস। পিছনেও বিপদ! ট্রিড্রমের সিকিউরিটিরা তাকে মরিয়া হয়ে খুঁজছে। এখন সে কী করবে? ফিরে যাবে তার স্বপ্ন ভাঙ্গা জগতে! নাকি সে খুঁজে ফিরবে তার আজন্ম লালিত স্বপ্ন একটা উন্মুক্ত পৃথিবী, নীলাকাশ, আদিগন্ত বিস্তৃত সবুজ প্রকৃতি; যেখানে পাহাড়ের বুক চিরে বয়ে গেছে অবিশ্রান্ত প্রকৃতির ফল্গধারা।’ নিলিটা একটু ভিন্ন প্রকৃতির মেয়ে! সাদামাঠা তার জীবন। সে চায় সাধারণ মানুষের অতি সাধারণ স্বপ্ন। আর ভালােবাসার মধ্যে বাঁচতে! যেখানে । সম্পদ-বৈভবের ঝনঝনানি নেই। আছে অনাবিল সুখ; বাতাসে বিমােহিত সিম্ফোনির সুর! নিলিটার এ স্বপ্ন কী পূরণ হয়েছিল? সে কি পেয়েছিল তার কাঙ্ক্ষিত জীবন, ভালােবাসা! এ প্রশ্নে জবাব দেবে বিজ্ঞান কল্পকাহিনী রােবাসা।