ফ্ল্যাপের লেখা:
সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক। সারাবিশ্বেই তুমুল জনপ্রিয়তা পাওয়া ফেসবুকের নানা ধরনের সেবাও প্রতিনিয়ত যুক্ত হচ্ছে। ফেসবুকের প্রাথমিক বিষয়, অ্যাকাউন্টের বিস্তারিত, খোলার পদ্ধতি, ব্যবহার, নানা ধরনের টিপস, নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখাসহ ফেসবুকের অনেক অজানা বিষয়ের দারুন সব তথ্য রয়েছে এই বইতে। যারা ফেসবুকে এখনও অ্যাকাউন্টই খোলেননি কিংবা যাদের অ্যাকাউন্ট আছে, সবার জন্যই দারুন উপযোগী তথ্য পাওয়া যাবে। এক কথায় ফেসবুকের অনেক অজানা তথ্যই সহজেই জানা যাবে যা দীর্ঘদিন ধরে ব্যবহার করেও অনেকেই জানতে পারেননি এখনও। এক বইতেই ফেসবুকের প্রয়োজনীয় সব তথ্য পাওয়া যাবে।
লেখক পরিচিতি:
নুরুন্নবী চৌধুরী হাছিব। লেখালেখি করছেন ছোটবেলা থেকে। বাবা শরীফুল আলম চৌধুরী আর মা হাছিনা আলম। জন্ম চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার সরখাল গ্রামে। ঢাকায় পড়াশোনাকালীন সময় থেকেই লেখালেখির সঙ্গে জড়িত জাতীয় দৈনিক পত্রিকার সাথে। বর্তমানে দেশের শীর্ষ একটি দৈনিকের সাথে যুক্ত আছেন। প্রযুক্তির প্রতি ভালোলাগা থাকায় কাজও করছেন অনলাইন মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে। লেখালেখি ছাড়াও জড়িত নানা ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে। আন্তর্জাতিক সংগঠন ওপেন নলেজ ফাউন্ডেশন নেটওয়ার্কের (ওকেএফএন) বাংলাদেশ অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। আন্তর্জাতিক ব্লগিং প্লার্টফর্ম গ্লোবাল ভয়েস অনলাইনে নিয়মিত অনুবাদের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি মজিলা বাংলাদেশ কমিউনিটিতেও কাজ করছেন। পাশাপাশি যুক্ত আছেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন), গণিত অলিম্পিয়াড, বিজ্ঞান আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের সাথে। মুক্ত সফটওয়্যার আন্দোলনের সাথে কাজ করার পাশাপাশি কাজ করছেন মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়াতেও। বর্তমানে বাংলা উইকিপিডিয়ার প্রশাসক এবং উইকিমিডিয়া বাংলাদেশের পরিচালক হিসেবে কাজ করছেন।