শিশু-কিশাের সাহিত্যকে যদি সাহিত্যাঙ্গনের মহীরুহরূপে কল্পনা করা হয় তবে দক্ষিণারঞ্জন মিত্র-মজুমদার রচিত ঠাকুরমার ঝুলি বইটিকে বলতে হবে সেই মহীরুহের শিকড়। শিকড় যেমন মাটির গভীর থেকে খাদ্যপ্রাণ সংগ্রহ করে গাছের জীবন বাঁচিয়ে রাখে, লতাপাতাফুলফলে সমৃদ্ধ হতে সাহায্য করে, ঠাকুরমার ঝুলি’র গল্পগুলাে যুগ যুগ ধরে তেমন করেই আমাদের শিশু-কিশাের সাহিত্যকে ফুলফল আর সবুজ পাতায় সাজিয়ে তুলতে সাহায্য করেছে। প্রায় দেড়শাে বছর আগে প্রকাশিত চিরনতুন এ বইটিতে রয়েছে সহজ-সরল ভাষা। এসব রূপকথা-উপকথা শত শত বছর ধরে আমাদের গ্রামের সহজ-সরল মানুষের মুখে মুখে প্রচারিত হয়েছে, তাদেরকে আনন্দ দান করেছে।