আড়াই হাজার বছরেরও অধিককাল পূর্বে এই ভারতবর্ষে মানবের মুক্তির জন্য গৌতম বুদ্ধ যে ধর্মীয় বাণী প্রচার করে গেছেন, তাঁর মৃত্যুর পর তাঁর ধর্মের অভ্যন্তরে বিভিন্ন মত ও পথের সৃষ্টি হলেও গৌতম বুদ্ধ কিন্তু তাঁর ধর্মীয় ভাবগাম্ভির্যের আলােকময় জীবনের উৎস ও মােহনায় একই রূপে বিরাজ করছেন। গ্রন্থটিতে গৌতম বুদ্ধের জীবন ও ধর্মদর্শন স্বল্পকথায় বর্ণিত হলেও মানবমুক্তির দূত মহামানব গৌতম বুদ্ধ ও তাঁর ধর্মদর্শনকে পরিতরূপে বর্তমান পাঠক সমাজের কাছে। তুলে ধরতে চেষ্টা নেয়া হয়েছে। গৌতম বুদ্ধের জীবন ও তাঁর প্রদর্শিত ধর্মমত সম্পর্কে কতিপয় বিতর্কিত বিষয় সম্পর্কে সংক্ষেপে আলােচনা। করা হয়েছে। আশা করা যায় পাঠক ওই সকল বিষয় নতুন মানদণ্ডে বিচার করতে সমর্থ হবেন। অপরদিকে গৌতম বুদ্ধের জীবন ও ধর্মদর্শনকেও নিজস্ব দষ্টিভঙ্গী দিয়ে বিচার। করতেও প্রয়াস পাবেন।