“রবীন্দ্রমানস ও সৃষ্টিকর্মে পূর্ববঙ্গ” বইয়ের সংক্ষিপ্ত কথা:
আপাতদৃষ্টিতে সবচেয়ে উল্লেখযোগ্য কারণ ছিলো পূর্ববঙ্গের সঙ্গে কার্যকারণে তাঁর অন্তরঙ্গ পরিচয়। অতঃপর দেশ, সমাজ, মানুষ, ধর্ম-সবকিছু সম্পর্কেই তাঁর ধারণা পাল্টে গিয়েছিলো। সেই বিবর্তন গভীর ছাপ ফেলেছিলো তাঁর মননে, তাঁর সৃষ্টিকর্মে। কিন্তু কেন? কেমন করে? কতোখানি? কোন ধরনের? কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিমন্ত্রণে ‘বিদ্যাসাগর বক্তৃতামালা’ প্রদান করতে গিয়ে গোলাম মুরশিদ এসব প্রশ্নেরই উত্তর খুঁজেছেন। সেই বক্তৃতামালার ওপর ভিত্তি করে রচিত এই গ্রন্থে সেসব প্রশ্নের উত্তরও দিয়েছেন।