ফ্ল্যাপ :
প্রেম-অপ্রেম, দ্রোহ-বিদ্রোহ, বেদনা-বিরহ, ঘাত-প্রতিঘাত নিয়ে এইযে বেঁচে থাকা তা খুব স্বাভাবিক নয়, এই বেঁচে থাকা নিতান্তই দৈবযোগে। প্রতিবাদ, অন্তর্লীন বেদনাবোধের কথাগুলো কখনও কখনও জীবনের নির্যাস রূপে কবিতায় উঠে আসে। স্বপ্ন অথবা বাস্তব জগতে হয়ে ওঠে চিরপরিচিত জীবন। কলমের প্রবাহী বলবিদ্যার জোড়ে কাগজে ঝকঝক করে শব্দের পর শব্দ। কখনওবা একদম শাদামাটা কথাকলি নৈমিত্তিক জীবনের তিয়াস মেটায় কিংবা বাড়ায়। সময়ের স্নিগ্ধতা নয় বরং অসময়ের বিষাদে আচ্ছন্ন সাবলীল পঙ্ক্তি নিয়েই এই মলাটবন্দী ছাপার অক্ষর, দৈবযোগে বেঁচে আছি।