মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাঙলাদেশের নাটক মুক্তিযুদ্ধোত্তরকালে বিকশিত সবচেয়ে উল্লেখযোগ্য শিল্পকর্ম। যে প্রত্যাশার মধ্য দিয়ে এ দেশের আত্মপ্রকাশ তার বৈরী ও প্রচ্ছন্ন শত্র“রাও কম শাক্তিশালী ছিল না। এই দুইয়ের দ্বন্দ্ব দর্শক তথা নাগরিকদের মনোযোগ আকর্ষণ করে। উন্মোচিত হয় নানা স্বার্থ ও বস্তু-বিবেচনা। এভাবেই এখানে নাট্য বিস্তৃত ও বিকশিত হয়। কিন্তু এ অভিজ্ঞতা আমাদের একার নয়। তা যেমন বাংলা ভাষাভাষী মানুষের তেমনি উপমহাদেশ ও সারা বিশ্বের। আমরাও বৈশ্বিক অভিজ্ঞতা থেকে বিচ্ছিন্ন নই, যেমন আমাদের সমস্যা ও সংকটের সঙ্গে রয়েছে বৈশ্বিক যোগ ও স্বার্থ। বাংলাদেশপূর্ব সুদীর্ঘ ইতিহাসও তাই বিস্মৃত হওয়া চলে না। ফলে বাংলাদেশের নাটকের সঙ্গে তার যেমন দৈশিক তেমনি বৈশ্বিক দ্বন্দ্বেরও সম্পর্ক রয়েছে। এর বিবরণ শুধু তাতেই সীমিত নয়, বিশ্লেষণের মধ্য দিয়েও ঋদ্ধ। এভাবে যে ইতিহাস রচিত হয়, তাই এ গ্রন্থের আলোচ্য ও বিবেচ্য।