আধুনিক বাংলা ছড়ার অধিশ্বর লুৎফর রহমান রিটন। যে কোনো বিষয়ই ছড়া হয়ে ওঠে তাঁর হাতে। ছোটদের জন্যে ছড়া লিখে বিপুল খ্যাতি অর্জন করা এই ছড়াশিল্পী বড়দের কাছেও সমান জনপ্রিয়। বিশেষ করে সমাজ ও সমসাময়িক রাজনীতিকে বিষয় করে লেখা তাঁর ছড়াগুলো পাঠকের মুখে মুখে ফেরে। ছড়াকার লুৎফর রহমান রিটন নিরপেক্ষ নন। তিনি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পক্ষে। বাংলা-বাঙালি-বঙ্গবন্ধু এবং বাংলাদেশের পক্ষে। রিটনের পাঠকরা জানেন ছোটদের অনিন্দ্যসুন্দর জগতের বাইরে লেখালেখির বিষয় হিশেবে তাঁর পছন্দ মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুকে নিয়ে বেশ কয়েকটি ছড়ার বই লিখেছেন তিনি। যেমন- শেখ মুজিবের ছড়া (১৯৯৩), সোনার ছেলে খোকা (২০০১), একটি মুজিবরের থেকে (২০০৯), জয় বাংলার ছড়া জয় মুজিবের ছড়া (২০১৫)। ছড়ার বাইরে জীবনী কিংবা স্মৃতিগদ্যেও তিনি বিষয় করেছেন বঙ্গবন্ধুকে। পাঠকের বিপুল ভালোবাসা অর্জন করেছিল বইগুলো। বঙ্গবন্ধুকে নিয়ে লেখা রিটনের ছড়ার পঙ্ক্তি দেয়াল লিখন হিশেবেও দৃশ্যমান হয়েছে বহুবার। পোস্টার ফেস্টুন কিংবা ব্যানারেও উৎকীর্ণ হয়েছে বেশ কিছু ছড়া। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে রিটন রচিত গদ্য-পদ্য-স্মৃতিকথাসমূহের অসাধারণ সংকলন বঙ্গবন্ধু সমগ্র। বঙ্গবন্ধুপ্রেমী যে কারো জন্যে এ এক চমৎকার উপহার