“ইবনে সিনা” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন ইবনে। সিনা। তিনি গণিত, জ্যোতির্বিজ্ঞান ও দর্শনে। পারদর্শী ছিলেন। প্রশাসক হিসেবেও দিয়েছেন। দক্ষতার পরিচয়। সবকিছু ছাপিয়ে চিকিৎসাবিজ্ঞানের বলেই তিনি বিশ্বজুড়ে সমাদৃত হয়েছেন। প্রাচ্য ও পাশ্চাত্যের বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার বই পড়ানাে। হতাে। বহু দেশ-বিদেশ ঘুরেছেন ইবনে সিনা। রাজা-বাদশাহদের চিকিৎসা দিয়েছেন। ইউনানি পদ্ধতিতে রােগ উপশমের জন্য আবিষ্কার করেছেন ৪০টি মলম। এখনও। হেকিমরা ইবনে সিনার আল কানুনকে জ্ঞানের অমীয় ভাণ্ডার মনে করেন। পৃথিবীর সেরা। দার্শনিক তালিকায় আছেন স্বমহিমায়। মােট কথা জ্ঞান-বিজ্ঞানের সব শাখাতেই ইবনে সিনা ছিলেন সমান পারদর্শী। গ্রন্থটি পাঠে পরবর্তী প্রজন্মের জ্ঞান স্পৃহা আরও বাড়িয়ে দেবে।