নভেরা আহমেদ এদেশের ভাস্কর্যচর্চায় যে পথিকৃতের ভূমিকা পালন করেছেন এবং সময়ের চেয়ে অগ্রসর ছিলেন কালের প্রবাহে তা প্রতিষ্ঠিত হয়েছে। তাঁর সৃজন ছিল প্রথাবহির্ভূত ও আধুনিক বোধে উজ্জ্বল। নভেরার সৃষ্টিগুচ্ছে মূর্ত হয়েছে সমকালীন সংকট, মানুষের মর্মযাতনা এবং মানুষের বিচ্ছিন্নতাবোধ। তাঁর সৃজন নিয়ে নানাজনে বিভিন্ন সময়ে লিখেছেন। সেইসব লেখারই নির্বাচিত সংকলন নভেরা আহমেদ।