“আদর্শ সন্তান গড়ার উপায় ও সন্তানের অধিকার” বইটির প্রকাশকের কথা অংশ থেকে নেয়াঃ
প্রকাশকের কথা মানব জাতির জন্য সন্তান-সন্ততি মহান আল্লাহর পক্ষ থেকে এক মহা নেয়ামত। তাদেরকে আল্লাহ্ তা’আলার অনুগত বান্দা ও রাসূল (সা.)-এর আদর্শে আদর্শবান হিসেবে গড়ে তােলাও প্রত্যেক মানবের জন্য অপরিহার্য বিষয়। যদি তাদেরকে সেভাবে গড়ে তােলা যায় তাহলে পার্থিব জগতে যেমন রয়েছে সফলতা, সার্থকতা, ঠিক তেমনিও রয়েছে পরকালে আল্লাহর পক্ষ হতে মহা পুরস্কার। পক্ষান্তরে যদি তারা ঈমানহারা ও পথভ্রষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহর পক্ষ থেকে রয়েছে অভিশাপ যা ইহকাল ও পরকাল উভয় জগতকে ধ্বংস করে দেয়। সন্তান-সন্ততিকে কীভাবে আদর্শ মুসলিম হিসেবে গড়ে তােলা যায়? সে বিষয়েটিকে উপলব্ধি করে আমাদের আকাবীর হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানবী (রহ.) উর্দু ভাষায় একটি মূল্যবান গ্রন্থ রচনা করেছেন। আল্লাহ্ তা’আলা তাঁকে জান্নাতের আলা মাকাম দান করুন। উর্দু গ্রন্থের বাংলা অনুবাদ করেছেন বিদগ্ধ আলেমে দ্বীন ও ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি আলমগীর হুসাইন সাহেব। তিনি বইটির নাম দিয়েছেন “আদর্শ সন্তান গড়ার উপায় ও সন্তানের অধিকার”। যা এখন প্রকাশের পথে। আমি আশা করি গ্রন্থটি মুসলিম উম্মাহ হৃদয়ের খােরাক যােগাবে এবং সঠিক পথের সন্ধান দিবে। গ্রন্থটি পাঠক মহলে সমাদৃত হওয়ার আকাঙ্খা করছি।