“বরিশালের প্রবাদ প্রবচন” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
প্রবাদ-প্রবচন জাতির অন্তরের পরিচয় বহন করে। জাতির বুদ্ধিমত্তা ও চিন্তাধারার পরিচয় মেলে তার প্রবাদ সাহিত্যে। এটি একটি সার্বজনীন শিল্প। ভাষাকে পল্লবিত করতে অথবা ভাব অল্প কথায় বােঝাতে প্রবাদের প্রয়ােজনীয়তা অপরিহার্য। প্রবাদ গণমনে প্রবেশ করার কুঞ্জিকাস্বরূপ। প্রবাদের রচয়িতারা সত্যদ্রষ্টা। তারা শালীনতা বা অশ্লীলতার ধার ধারেন না। ভাষার শালীনতা রক্ষা হবে এমন দৃষ্টিভঙ্গিও তারা মাথায় রাখেন না। প্রবাদকারগণের প্রবাদকে নিয়ে কাউকে জবাবদিহি করতে হয় না, তাই নগ্নতা ও অশ্লীলতার জন্য কাউকে তারা পরােয়া করে না। এগুলাে তারা রচনা করেন গভীর অনুভূতি থেকে সহজ-সরল, সংক্ষিপ্ত ও ব্যঞ্জনাময় বাক্যে।