বইটির ভূমিকা থেকে নেয়াঃ
এ কাব্যগ্রন্থে যে-কবিতাগুলি সঙ্কলিত হল, তার সব কবির জীবিতকালে অপ্রকাশিত ছিল; তাঁর মৃত্যুর পরে কোনাে-কোনাে কবিতা বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। কবিতাগুলি প্রথমবারে যেমন লেখা হয়েছিল, ঠিক তেমনি পাণ্ডুলিপিবদ্ধ অবস্থায় রক্ষিত ছিল; সম্পূর্ণ অপরিমার্জিত। পঁচিশ বছর আগে খুব পাশাপাশি সময়ের মধ্যে একটি বিশেষ ভাবাবেগে আক্রান্ত হয়ে কবিতাগুলি রচিত হয়েছিল। ‘ধূসর পাণ্ডুলিপি’ পর্যায়ের শেষের দিকের ফসল। কবির কাছে এরা প্রত্যেকে আলাদা-আলাদা স্বতন্ত্র সত্তার মতাে নয় কেউ, অপরপক্ষে সার্বিক বােধে একশরীরী; গ্রাম্যবালার আলুলায়িত প্রতিবেশ-প্রসূতির মতাে ব্যষ্টিগত হয়েও পরিপূরকের মতাে পরস্পর নির্ভর।…’