বই লেখা, বই তৈরি করা, বই বাজারে পাচার করা, বাজার নিয়ন্ত্রণ করা, নিজে নিয়ন্ত্রিত হওয়া এবং সব মিলিয়ে ‘নিজস্বতা’ প্রমাণ করার যে উন্মাদনা অথবা নিজেকে প্রতিস্থাপন করার যে ইঁদুর-দৌড়, সেখানে বিদ্যমান গোপন এক চক্র ক্রমশ তার হাত কেবলই প্রশস্ত করে চলেছে। গণতন্ত্রের জানালা নিয়ে একদিন যে হলা শুরু হয়েছিল তার পরম্পরায় আজ অনুমান হয়, বিশ্বায়ন-তত্ত্ব খুব সহজেই আমাদের হৃদয় এবং মস্তিষ্কে নতুন এক উপনিবেশ গড়ে তুলতে সক্ষম। আমাদের ফ্রাঙ্কেন ফুডের ফিকশান, আমাদের জি.ই খাদ্যের পোয়েট্রি, আমাদের গোল্ডেন রাইসের মুভি জগতের লক্ষ-কোটি বুভুক্ষু মানুষকে কবে সোনালি দিন উপহার দিবে এখন আর জানতে পারি না!
সত্যি কথা বলতে কি, এমনিতর বিবিধ উদ্বিগ্নতা এড়ানোর জন্য যেসব মানুষের সঙ্গে দল বেঁধে হেঁটে গেছি একদিন – এই পুস্তিকা তাদেরই টিপসই এবং জলছাপ।