প্রেম ও যুদ্ধ ন্যায়-নীতি মানে না। তার সঙ্গে মন যুক্ত, তবুও যুক্তির পাশ কেটে তার আবেগ হয়ে ওঠে প্রবল প্রতাপশালী। ন্যায়-নীতি ও বিবেক চলে যায় পেছনের সারিতে। ছোট অথচ বলশালী এই দুটি উপন্যাসে তছনছ হয়ে পড়ে মানবীয় গুণ ও শৃঙ্খলা। উপন্যাসের পাত্রপাত্রীরাও সেই অর্থে হয়ে পড়ে খেলার পুতুল। রিরংসা ও হত্যার ক্রীড়নক-প্রেম হয়ে পড়ে গৌণ ও অধমর্ণ, ঘৃণা ও সংকোচে বিহ্বল। ভালোবাসার মরণনৃত্যে অপাপবিদ্ধ নবীন যুবক আফতাব হয়ে যায় আত্মঘাতী, নাকি খুন! ষড়যন্ত্র বা নিয়তির শিকার! যে হত্যা করতে চেয়েছিল সে হয়ে যায় আত্মঘাতী বা নিহত।
বিপ্রদাশ বড়–য়ার জন্ম ২রা আশ্বিন ১৮৬২ শকাব্দ (২০শে সেপ্টেম্বর ১৯৪০), চট্টগ্রামের ইছামতী গ্রামে। গল্প, উপন্যাস, প্রকৃতি, রহস্য কাহিনি ও বিচিত্র বিষয়ে বড়-ছোট সবার জন্য লেখেন। পাখি, সমুদ্র, বৃক্ষ ও বনমর্মরভূমি, ভ্রমণ, গ্রহ-নক্ষত্র, গবেষণা-বিশাল লেখার ভুবন। বাংলাদেশের আনাচ-কানাচ উঠে আসে দৈনিক পত্রিকার কলামে। লেখেন শিশু পত্রপত্রিকায়। ১৯৯১-তে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ১৪১৯ সালে বাংলাদেশ শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার লাভ। পেয়েছেন অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার ও রেডিও টুডে প্রবর্তিত প্রথম গ্রিন অ্যাওয়ার্ড ২০১০।