সায়েন্স ফিকশন বর্তমানে বাংলাসাহিত্যের অন্যতম জনপ্রিয় একটি শাখা। নবীনপ্রবীণ প্রায় সকল শ্রেণীর পাঠকেরই রয়েছে এ-বিষয়ে ব্যাপক আগ্রহ। সেই আগ্রহের দিকে লক্ষ রেখেই এই সংকলনে অন্তর্ভুক্ত করা হয়েছে অসাধারণ ও অভিনব কিছু সায়েন্স ফিকশন। এই সংকলনেই রয়েছে বাংলাসাহিত্যের প্রথম সায়েন্স ফিকশন, বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু রচিত ‘পলাতক তুফান। এ ছাড়া বইটিতে রয়েছে বর্তমান সময়ের জনপ্রিয় তিন (সহােদর) লেখক হুমায়ূন আহমেদ, মুহম্মদ জাফর ইকবাল ও আহসান হাবীবের চারটি চমৎকার সায়েন্স ফিকশন।