“রসিক রবীন্দ্রনাথ” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
কবিগুরুর কথাতেই বলি, ‘মেস-এর রন্ধন ব্যবস্থার যারা অধ্যক্ষ, আর সঙ্কলনের যারা সম্পাদক, লােকের মন পাওয়া তাদের কর্ম নয়। সুতরাং ব্যক্তি পরিচয়-প্রসঙ্গ আপাতত উহ্য থাকুক। শুধু এটুকু বলি, এই গ্রন্থের সংকলক জীবিকার তাগিদে প্রিন্ট মিডিয়ার সঙ্গে জড়িত। বর্তমানে সাহিত্য সম্পাদক হিসেবে কাজ করছেন। ইলেক্ট্রনিক মিডিয়াতেও রয়েছে সমান পদচারণা। প্রকাশিত হয়েছে কিশাের গল্পগ্রন্থ, রম্যগদ্য এবং কেরিয়ার বিষয়ক কয়েকটি বই।