কৈশোর পেরিয়ে যৌবনের শুরু, রক্তে নানা আদিখ্যেতা, পারিপার্শ্বিক হরেক দৃশ্য, সামাজিক টানাপোড়েন, অস্থিরতা, প্রেম-অপ্রেম, সবই গেঁথে যায় মনে। আবেগে-উচ্ছা¡সে লেখা হয় কিছুকবিতা। খবু ই কাঁচা, অপোক্ত। শব্দ-মাত্রা-ছন্দের ঘাটতি। এই নিয়েই প্রকাশিত করি, জন্মই আজন্ম পাপ, প্রগতি প্রকাশন থেকে (প্রথম প্রকাশ: নভেম্বর ১৯৯৩), প্রকাশক কবীর খানের বহুমান্য অনুরোধে। …তারপর দিন গেছে বহুদিন। ইতোমধ্যে ৪০ বছর পেরিয়েছে। পুরনো হয়নি। ১৯৮৭ (২১শে ফেব্রুয়ারি) পর্যন্ত১৫টি সংস্করণ প্রকাশিত, বিভিন্নপ্রকাশনা থেকে। কোনও কোনও প্রকাশক অনুমতি ছাড়াই চোরাই সংস্করণ মুদ্রিত করেছেন। চতুর্দশ সংস্করণে কয়েকটি কবিতা যোগ করেছিলাম, ইচ্ছে ছিল এবারও সংযোজন, পরিমার্জনা করব। নির্বাসিতের কোনও ইচ্ছেই পূরণ হয় না কখনও।