উচ্চারণ

৳ 145.00

লেখক
প্রকাশক
ভাষা বাংলা
দেশ বাংলাদেশ

সম্পাদকীয়
কবিরা সবসময় দিন বদলের গল্প বলেছেন। স্বপ্নের কারখানায় একনিষ্ঠ শ্রমিক এক একজন কবি। তাইতো এক স্বপ্নচারী তরুণ “কিশোর কুমার দাশ” এর দেখা “বিদ্যানন্দ” নামের একটা স্বপ্নযাত্রার সাথে একাত্ম হতে কলম হাতে তুলে নিলেন একদল কবি। বিখ্যাত কবিদের পাশাপাশি এই আঙ্গিনায় এসে দাঁড়িয়েছেন কবিতায় স্বপ্নবোনা কয়েকজন নতুন কবিও। কবিতা আহ্বান করার পর আমাদের কাছে জমা পড়তে থাকলো একের পর এক কবিতা। কবিতা বাছাইয়ের কাজটা ছিলো খুবই জটিল একটা প্রক্রিয়া। এত সুন্দর সব কবিতা থেকে কিছু কবিতা আলাদা করা সহজ ছিলো না। কিন্তু মলাটের ভেতর পৃষ্ঠাসংখ্যার সীমাবদ্ধতার কারণে কিছু কবিতা পাঠকদের সামনে আনা যায়নি। আশা করি আগামী কোন প্রচেষ্টায় আবার এক মলাটে বন্দি হবেন সবাই। আর আমাদের এই আয়োজন পাঠকদের মন ছুঁয়ে দিলেই স্বার্থক হবে এই বইটির পেছনে সমস্ত শ্রম। পাঠকের হাতে ভালো কিছু কবিতা তুলে দেওয়ার জন্য অক্লান্ত শ্রম দিয়েছেন যাঁরা, তাঁদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই।
রাকিবুল হায়দার
সম্পাদক।

জন্ম: জুন ২১, ১৯৪৫, আষাঢ় ৭, ১৩৫২ বঙ্গাব্দ, যিনি নির্মলেন্দু গুণ নামে ব্যাপক পরিচিত,তিনি একজন বাংলাদেশী কবি এবং চিত্রশিল্পী। কবিতার পাশাপাশি তিনি গদ্য এবং ভ্রমণকাহিনীও লিখেছেন। তাঁর কবিতায় মূলত নারীপ্রেম, শ্রেণি-সংগ্রাম এবং স্বৈরাচার বিরোধীতা, এ-বিষয়সমূহ প্রকাশ পেয়েছে। ১৯৭০ সালে প্রথম কাব্যগ্রন্থ প্রেমাংশুর রক্ত চাই প্রকাশিত হবার পর জনপ্রিয়তা অর্জন করে। এ-গ্রন্থের ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা হুলিয়া কবিতাটি ব্যাপক জরপ্রিয়তা অর্জন করে এবং পরবর্তীতে এর উপর ভিত্তি করে তানভীর মোকাম্মেল একটি পরীক্ষামূলক চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। এছাড়াও তাঁর স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো কবিতাটি বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তকে পাঠ্য। তিনি ১৯৮২ সালে বাংলা একাডেমী , ২০০১ সালে একুশে পদক এবং ২০১৬ সালে স্বাধীনতা পুরস্কার অর্জন করেন।


বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ