‘মেট্রোপলিটন গল্পগুচ্ছ’ প্রতিটি পর্ব বের হওয়ার সময়েই উত্তেজনা কাজ করে। একঝাঁক নবীন গল্পকারের স্বপ্নপূরণ হচ্ছে, তার পেছনে সামান্য হলেও অবদান রাখতে পারার আনন্দই অন্যরকম। তবে এবারের মেট্রোপলিটন গল্পগুচ্ছের এ পর্বটি কিছুটা ভিন্ন। ঈদ উপলক্ষে প্রকাশিত বইটিতে একদম নবীন গল্পকারদের গল্পে ঠাসা থাকছে না এবারের পর্বটি। বিগত পাঁচ পর্বের নির্বাচিত দশজনের বিশটি গল্প নিয়ে বরাবরের মতো ভিন্ন ধাঁচে সাজানো হয়েছে এবারের পর্বটি। বইমেলাকেন্দ্রিক বই প্রকাশের ঐতিহ্য থেকে বেড়িয়ে মেট্রোপলিটন গল্পগুচ্ছই প্রথম পহেলা বৈশাখে বই প্রকাশে এগিয়ে আসে। ঈদ উপলক্ষেও। আশা করি আগামীতেও আমাদের এই ধারা অব্যাহত থাকবে ।
বর্ষাদুপুরের মাসফিক ভাইকেও ধন্যবাদ বরাবরের মতো এবারও এই সিরিজের বই প্রকাশ করার জন্য। প্রকাশক সম্পাদক জুটিতে মেট্রোপলিটন গল্পগুচ্ছ আর বেশি বেশি নবীন গল্পকারদের বিকাশে এগিয়ে আসুক, এটিই আমার চাওয়া । সবাইকে ঈদ-উল-ফিতরের অগ্রিম শুভেচ্ছা ।