নীল নদের অববাহিকায় গড়ে ওঠা মানুষের প্রাচীন সভ্যতার অন্যতম নিদর্শন মিশরীয় সভ্যতার ইতিহাস আজও রূপকথার মতােই শােনায়। পাচ হাজার বছর আগের সেই প্রাচীন হায়ারােগ্লিফি লিপি, স্ফিংস, মমি, ফারাও, ফারাওদের রাজপ্রাসাদ, পিরামিড—এসব আজও মিশরীয়দের গৌরবময় ঐতিহ্য ও ইতিহাসের সাক্ষী বহন করছে। গ্রন্থটি প্রথম ইতিহাস শিক্ষার্থীদের জন্য। মানুষের কীর্তি ও সভ্যতার বিচিত্র বিকাশের প্রতি কিশাের পাঠকদের কৌতুহলী করে তােলার জন্য এই বই লেখা হয়েছে। আশা করি এই সিরিজের বইগুলাে পাঠের মাধ্যমে আমাদের কিশাের পাঠকরা। ইতিহাসপাঠে আগ্রহী হয়ে উঠবে।