হয়তো বর্তমান বিশৃঙ্খলা কিছুকালের মধ্যে আমার সয়ে আসিবে আগেও আসিয়াছে। ইতিমধ্যে যাহাদের মরিবার তাহারা মরিবে যাহারা ধর্ষণযোগ্য বা উপযোগী তাহারা ধর্ষিত হইবে, সংখ্যালঘুদের অস্থাবর সম্পত্তি লুট হইবে, জমি যাহা প্রকৃতিগতভাবে কাহারও বাপের নয়, দাপের, তাহা দাপের মাধ্যমেই দখলিকৃত হইবে। শুধু যাহা হইবে না তাহা হইল, হিন্দু মুসলমান দুই সমাজের শুভ বুদ্ধির উদয়। তাহার উদয় এবং বিলয়ের জন্য সাধারণের অপেক্ষা করিয়া থাকিতে হয়। যখন তাহার উদয় হয়, আমরা আহ্লাদে আটখানা হই, ভবিষ্যতের জন্য সুখচ্ছবি আঁকি, যেমন এখন আমি ভাবিতেছি অবস্থা স্থিতিশীল হইলে স্বর্ণলতা, বারিসাহেব, মুকুল ইত্যাদির সহায়তায় আজিজের উপযুক্ত চিকিৎসার জন্য এপারে লইয়া আসিব। সে ভাল হইয়া গেলে এখানে কোনো মুক্তমনা মেয়ের সহিত তাহার বিবাহ দিব।
এত বড়ো একটা দেশে সেরকম কোনো মেয়ে কী পাওয়া যাইবে না? স্বপ্ন দেখিতে দোষ কী? শুধু এবার হইতে স্বপ্নের গণ্ডিটাকে যতটা সম্ভব বাড়ো মাপের করার প্রচেষ্টা চালাইতে হইবে। আর স্বর্ণের কথাই মানিয়া লইব । নিঃসঙ্গ সায়ন্তনীকে লইয়া হেমন্ত শেষের পাখিদের মতো যতোটা সাধ্য অসহায় সহদেব সমিতা প্রভৃতি পক্ষীছানা সদৃশ্যদের ‘ওম’ দিব। সংসারে কী কাজের শেষ আছে?