“সোজা বানান সরস লেখা” বইয়ের ভূমিকা:
ছােটদের জনপ্রিয় পত্রিকা কিশাের জ্ঞান-বিজ্ঞানের পাতায় ‘সােজা বানান সরস লেখা’ নামে একটি বিভাগ চালাতে গিয়েই (শ্রীমতী মায়া মজুমদারের সঙ্গে) এই ছােট্ট বইটি লেখার কথা মাথায় আসে। প্রবন্ধ-রচনা প্রতিযােগিতায় ছােটরা নানারকম ছােটবড় প্রবন্ধ লিখে পাঠায়। সেগুলাে পড়ে ছােটদের চিন্তাশক্তির উন্মেষ দেখে যেমন অবাক হয়েছি, তেমনি অবাক হয়েছি যখন তারা ‘ভুল’ বানান লিখতে ‘ভুল’ লিখেছে। এইসব ‘হাস্যস্কর’ ‘ভুল’ বানান শুধরে একটু সাজিয়ে লিখলেই প্রতিটি রচনাই প্রশংসা পাবার যােগ্য। প্রতিটি বিদ্যালয়েই অবশ্যপাঠ্য হিসেবে ব্যাকরণ ও রচনা বই পড়ানাে সত্ত্বেও এ ধরনের ভুল কেন হয় এ নিয়ে অনেক ভেবেছি। কোনাে সহজ সমাধান সূত্র অবশ্য খুঁজে পাইনি, তবে বেশি ভুল ছােটরা কোথায় করে এবং কেন করে তার কারণ জানার চেষ্টা করেছি। এবং কী ভাবে সেই সব ভুল এড়ানাে যায় তারই চেষ্টা করেছি এই বইতে। বানান নিয়ে বিতর্ক, লিপির সরলীকরণের প্রস্তাব নিয়ে আলােচনা চলছে অনেকদিন ধরেই। এবং ভাষাচর্চার সঙ্গে তা চলবেও। কিন্তু বানান প্রসঙ্গে সমতা বিধানের একটা নীতিও নির্ধারিত হওয়া দরকার। বানান সম্পর্কে বিভিন্ন সুপারিশগুলাের পরিপ্রেক্ষিতে ‘সােজা বানান সরস লেখা’ বইটি ছােটদের জন্য প্রকাশিত হল। ছােটদের তাে বটেই, বাংলা ভাষার প্রথম পাঠে আগ্রহী যে কোনাে শিক্ষার্থীর পক্ষেই বইটি উপযােগী হবে বলে বিশ্বাস করি। সংস্কার ও সমতা বিধানের যে সব রীতিনীতির কথা এখানে বলা হয়েছে সে সম্পর্কে যুক্তিগ্রাহ্য সকলেরই প্রস্তাব আনন্দের সঙ্গে গ্রহণ করব। এবং প্রস্তাব বা অভিমত স্বাভাবিক কারণে আমি আশাও করব। কারণ পাড়ভাঙা গতিশীল নদীর মতােই ভাষাও প্রচলিত প্রথা, সংস্কার ও অভ্যাস ভেঙে নতুন পথের সন্ধান করে দেয়।