“প্রফেসর হযরতের সাথে নিউজিল্যান্ড সফর” বইয়ের পিছনের কভারের কথা:
হযরত প্রফেসর মুহাম্মাদ হামীদুর রহমান সাহেব। দামাত বারাকাতুহুম বাংলাদেশের অন্যতম দ্বীনি ও ইলমী ব্যক্তিত্ব। তার সাথে সফর করতে পারা এক পরম সৌভাগ্যের ব্যাপার। তিনি ২০১৪ সালে নিউজিল্যান্ড সফর করেছেন। পাশ্চাত্যের জীবন, দীর্ঘ আশা আর চাকচিক্যের। নিউজিল্যান্ডও এরকম দেশ। এদেশে মুসলমানের সংখ্যা অনেক কম। এখনও অর্ধ লক্ষ পূর্ণ হয়নি। এখানে সামাজিকভাবে ব্যক্তি স্বাধীনতাকে খুব বেশি প্রাধান্য দেয়া হয়ে থাকে। মুসলমানদের ব্যক্তিজীবনের পাশাপাশি ধর্মীয় জীবনেও এর প্রভাব পড়েছে। তারা ধর্মপালন করছেন ঠিকই, কিন্তু তাতে পরিপূর্ণভাবে রাসূল (সা.)-এর সুন্নাতের অনুসরণ নেই। খাটি উলামায়ে কেরামের কাছ থেকে দ্বীন না শেখাতে সামগ্রিকভাবে কোন ইসলামী পরিবেশ গড়ে ওঠেনি। এজন্য হযরতের এই নিউজিল্যান্ড সফর ছিল খুবই গুরুত্বপূর্ণ। সেখানকার মুসলমানদের কাছে তার সহজ-সরল উপস্থাপনা দ্বীনের দিকে নতুন করে পথ দেখিয়েছে। সবাই এই মহান ব্যক্তিত্বের সান্নিধ্যে ধন্য হতে চেয়েছে। এ অনুভূতির কথাই সফরনামায় লেখার চেষ্টা করা হয়েছে। ইনশাআল্লাহ সব শ্রেণীর পাঠকরাই এতে উপকৃত হবেন।