“বাংলা একাডেমি বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা : মাদারীপুর” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
লােকজ সংস্কৃতি বিষয়ক দেশব্যাপী বিস্তৃত। তথ্যসমৃদ্ধ উপাদান নিয়ে বাংলা একাডেমি থেকে প্রকাশিত হলাে, বাংলা একাডেমি বাংলাদেশের লােকজ সংস্কৃতি গ্রন্থমালা । বাংলাদেশের ফোকলাের চর্চার ক্ষেত্রে এখন। পর্যন্ত বিজ্ঞানভিত্তিক আলোচনা না হওয়ায়। প্রাথমিক পর্যায়ের যে-কাজ – Genre। চিহ্নিতকরণ ও তার বিশ্লেষণ করা হয়নি । “লােকসাহিত্য’ বলেই ফোকলােরের সব। উপাদানকে চালিয়ে দেওয়ার একটি ধরতাই। প্রবণতা দেখা যায়। সেই অবস্থা থেকে। বাংলা একাডেমি Genre চিহ্নিতকরণ ও বিশ্লেষণের (genre identification and analysis) মাধ্যমে বাংলাদেশের। ফোকলােরের প্রাথমিক বিজ্ঞানভিত্তিক গবেষণার পদ্ধতিটি নিশ্চিত করে পরবর্তীকালে অন্যান্য স্তর যথাক্রমে পটভূমি (context-big setting, small setting), পরিবেশনা (performance), অর্থানুসন্ধান (meaning), কাজ (function) ইত্যাদি প্যারাডাইম অনুসরণ করার মাধ্যমে। ফোকলাের আলােচনাকে পরিপূর্ণভাবে বিজ্ঞানভিত্তিকতার উপর দাঁড় করাতে চায় ।
গ্রন্থমালার এই খণ্ডে বর্তমান মাদারীপুর জেলার লােকজ সংস্কৃতির বিশদ পরিচয় তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এখানে মাদারীপুরের সমৃদ্ধ ফোকলাের উপাদান সমূহকে (Genre ভিত্তিকভাবে সাজানাে হয়েছে।