বিশ্ববিখ্যাত পাবলো পিকাসো ছিলেন ছবির জগতে একজন শিল্পসম্রাট। যুগের পর যুগ অপ্রতিহত গতিতে তিনি যুগান্তকরী সব চিত্র এঁকে পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছিলেন। কিন্তু তাঁর দীর্ঘ শিল্প জীবনে নারীর ভূমিকাও ছিল বিশেষ গুরত্বপূর্ণ। তাঁর জীবনে বিচরণ করতে আসা প্রায় প্রতিটি নারীকেই তিনি তাঁর তুলির আচড়ে অমর করে রেখেছেন। তবে নারীর প্রতি তাঁর কতটুকু শ্রদ্ধা বা ভালোবাসা বা দায়িত্ববোধ ছিল সেটি একটি প্রশ্ন বটে। সত্যি বলতে নারীদের তিনি তাঁর হাতের পুতুলের মতো ব্যবহার করেছিলেন। এবং ব্যবহার শেষে ত্যাগ করেছিলেন। বা আত্তসম্মানবোধে সচেতন নারীরা তাঁকে ত্যাগ করে চলে গিয়েছিলেন। কিন্তু আবার ফিরে এসেছিলেন। নারীদের বয়স তাঁর কাছে কোনো সমস্যা ছিল না। তাঁর মনে দোলা দিতে পারলেই শুধু হলো। এইসব নারীদের উচ্চাশা, মনোবিকার এবং মানসিক জগতকে ঘিরেই বইটি রচিত হয়েছে।