অন্নদাশঙ্কর রায় (১৯০৪-২০০২) বাংলার শেষ রেনেসাঁ-পুরুষ। ঐতিহ্য-চেতনায় তিনি একদিকে যেমন বিশুদ্ধ বাঙালি, অপরদিকে সংস্কৃতির অন্বেষণে বিশ্বপথিক। অহিংস-পন্থায় তার অটল বিশ্বাস, মানবতার তিনি একান্ত পূজারি, সৌন্দর্য-প্রেমের নিত্য-অন্বেষক, মৃৎ-সংস্কৃতির মমতায় সিক্ত, সম্প্রদায়-সম্প্রীতি রচনায় নিষ্ঠ সাধক। তাঁর জীবনচেতনা ও সাহিত্যসাধনায় তলস্তয়রবীন্দ্রনাথ যেমন, তেমনই গান্ধি-লালনও প্রেরণা হয়েছেন।
সব্যসাচী বাঙালি লেখক তিনি। সৃষ্টিধর্মী ও সিদ্ধি। অন্নদাশঙ্করের লেখালেখির সূত্রে তার চিঠিপত্রের কথাও এসে যায়। তার চিঠিপত্রও মননশীলতার সাক্ষ্য বহন করে। তার অনেক বিশ্বাস ও বক্তব্যই এই পত্রাবলির ভেতরে প্রতিফলিত- কোনো কোনো ক্ষেত্রে তা পত্র-প্রবন্ধ হিসেবেও গণ্য হতে পারে। এখানে সংকলিত পত্রগুচ্ছে ভিন্ন এক বহুমুখী ভাবুক এবং সেইসঙ্গে অন্তরঙ্গ অন্নদাশঙ্করকে সহজেই আবিষ্কার করা সম্ভব।