“ট্যুর গাইড হতে হলে” বইয়ের পিছনের কভারের লেখা:
বাংলাদেশে পর্যটন শিল্পের এ মুহুর্তে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, ভালাে ও মানসম্মত পর্যটন গাইডের অভাব। দেশের ই-বাউন্ড ট্যুর অপারেটররা ইতিমধ্যে এ বিষয়ে তাদের উদ্বেগের কথাও বিভিন্ন মাধ্যমে জানিয়েছেন। সরকারও এ বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বেশ কিছু প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে। ঠিক এমনি সময়ে, আমাদের দেশের পর্যটন শিল্পের একজন গুণী মানুষ তৌফিক রহমান ট্যুর গাইড হতে হলে গ্রন্থ লিখে আমাদের কষ্টকে অনেকটাই লাঘব করেছেন। বর্তমানে কলেজ-বিশ্ববিদ্যালয়ের অনেক তরুণ এবং শিক্ষার্থীই গাইড পেশায় দারুণ আগ্রহী। কিন্তু যথাযথ প্রশিক্ষণ আর মানসম্মত কোনাে গ্রন্থ না থাকায়—এ বিষয়ে অনেকেই আগ্রহ হারিয়ে ফেলছেন। তৌফিক রহমান প্রণীত ‘টুর গাইড হতে হলে’ গ্রন্থটি আমাদের জানামতে বাংলা ভাষায় এ বিষয়ে লিখিত একমাত্র মৌলিক গ্রন্থ। বইটি গাইড পেশায় আগ্রহী তরুণদের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম। এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের জন্যও হতে পারে একটি মূল্যবান রেফারেন্স বই।