“টোবাটেক সিং ও অন্যান্য গল্প?” বইয়ের ফ্ল্যাপের লেখা:
সাদত হাসান মান্টোকে বলা হয় দক্ষিণ এশিয়ার মহত্তম ছােটগল্পকারদের একজন। তুচ্ছ ঘটনাও তাঁর গল্পে অপূর্ব মহিমা লাভ করে। বাইজি, পতিতা, জুয়াড়ি সবাই তার গল্পে জীবন্ত চরিত্র। ১৯৪৭ সালে ভারত বিভাগের সময় সাম্প্রদায়িক দাঙ্গায় ক্ষতবিক্ষত হয় এই উপমহাদেশ। মান্টো অত্যন্ত দক্ষতার সঙ্গে দেশভাগের বেদনা এবং দেশ বিভাগজনিত মানুষের দুর্ভাগ্য ও লাঞ্ছনাকে তুলে ধরেছেন। সে সময়ে লেখা তার দাঙ্গাবিরােধী গল্পগুলাে ইতিহাসের এক মূল্যবান মানবিক দলিল হয়ে আছে। এ বইয়ে তার কিংবদন্তিতুল্য গল্পগুলাের পাশাপাশি কিছু কম পরিচিত গল্পের অনুবাদও ছাপা হলাে। গল্পগুলাের মধ্য দিয়ে পাঠক বিংশ শতাব্দীর এক মহান ও শ্রেষ্ঠ গল্পলেখকের রচনার সঙ্গে পরিচিত হবেন।