উপন্যাসের কিছু অংশঃ
‘তুই কোন স্কুলের মেয়েকে চিনিস?’
‘এটা কেমন প্রশ্ন হলো? স্কুলের অনেক মেয়েকেই চিনি।’
‘এমন কাউকে চিনিস যে মেয়ে প্রিমিওতে চলে। গাড়ির কালার রেড ওয়াইন।’
‘না চিনি না।’
‘ভাল মত ভেবে বল। গাড়ির নাম্বার বলব? গাড়ির সিরিয়াল তেইশ।’ ‘আরে ধুর, সামনে টান। ওই রিকশার চিপা দিয়ে টান দে। রোদে পুরে যাচ্ছি।’
‘তোর হাতের বামে তাকা। ওই রেডওয়াইন কালারের গাড়িটা দেখ। গাড়ির পেছনের গ্লাস নামানো। স্কুল ড্রেস পরা এক মেয়ে তোর দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে।’
ইলবাল বামে তাকালো। হ্যাঁ ওই তো একটা বাসের সামনে লাল গাড়িটা। এটাকে রেডওয়ান কালার বলে ইকবাল জানত না। পেছনের জানালার গ্লাস নামানো। স্কুল ড্রেস পরা এক মেয়ে তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। ইকবালের চোখে চোখ পড়াতে মেয়েটা হাসল। মেয়েটাকে ইকবাল চিনতে পেরেছে। না চেনার কোনই কারন নেই। এই মেয়ের খোজে ইকবাল প্রতিদিন ভাঙ্গা রাস্তার মোড়ে পায়চারি করেছে। দেখা পায় নি। আজ থেকে ঠিক বার দিন আগে কিছুক্ষণের জন্য এই মেয়ের সাথে দেখা হয়েছিল। আজ আবার দেখা হয়েছে। এবং এতক্ষণ যে জ্যাম ছাড়ছিল না, সেই জ্যাম ছুটে গেল।