মুনিয়াকে বিয়ে করতে চায় মিল্টন। কিন্তু মিল্টনের নাম শুনলেই বিরক্তিতে গা জ্বলে যায় মুনিয়ার। বিশেষ একটি ঘটনার পর মিল্টনের প্রতি দুর্বল হতে থাকে সে। কী সেই ঘটনা? বিয়ের দিনÑতারিখ পাকা হয় মিল্টন আর মুনিয়ার। নির্দিষ্ট দিনে নববধূর সাজে সেজে মিল্টনের জন্য অপেক্ষা করে মুনিয়া। কিন্তু গভীররাত পর্যন্ত অপেক্ষার পরও যখন মিল্টন আসে না, তখন অস্থির হয়ে ওঠে সে। প্রায় মধ্যরাতে একটি চিঠি আসে মুনিয়ার কাছে। মুহূর্তেই উলটপালট হয়ে যায় মুনিয়ার স্বপ্নের পৃথিবী। কার চিঠি এটা? কী লেখা ছিল এই চিঠিতে? পরদিন একটি দুঃসংবাদ আসে হাসপাতাল থেকে। মুনিয়া ছুটে যায় হাসপাতালে। তারপর…