ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় একটি যৌনপল্লী। নিহত হয় পঁচিশজন যৌনকর্মী। তাদের লাশ সারি বেঁধে রাখা হয় রাস্তায়। টিভি রিপোর্টাররা সংবাদ সরবরাহের জন্য ছুটে যায় ঘটনাস্থলে। সন্ধ্যার আগেই চব্বিশটি লাশ হস্তান্তর করা হয়ে যায় স্বজনদের কাছে। থেকে যায় কেবল একটি লাশ। এই লাশটির মুখের কাপড় যখন সরানো হয়, তখন চিৎকার করে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায় এক টিভি-রিপোর্টার। কেন? যৌনকর্মীর জন্য কিসের মায়া এই রিপোর্টারের? সিদ্ধান্ত নেওয়া হয় লাশটি দাফন করা হবে বেওয়ারিশ লাশ হিসেবে। হঠাৎ…