বহু বছরের পুরনো একটি রেলস্টেশন। এই স্টেশনের দোকানদার কাশেম মিয়া। একদিন গভীররাতে দোকানে শুয়ে ছিল সে। হঠাৎ কেউ তার নাম ধরে ডাক দেয়। কাশেম মিয়া দরজা খুলে বাইরে বের হয়। চারদিক তখন অন্ধকার। নীরব, নিস্তব্ধ। সে কাউকে দেখতে পায় না। এসময় স্টেশনের অদূরে গোলাকার একটা আলো দেখা যায়। কাশেম মিয়া আলোটার দিকে তাকাতেই দেখে কেউ একজন দাঁড়িয়ে আছে চুপ করে। পরনে কাফনের মতো ধবধবে সাদা পোশাক। আর মুখ অন্যদিকে ফেরানো। কাশেম জিজ্ঞেস করেÑকে? কোনো উত্তর আসে না। কাশেম মিয়া এগিয়ে যায় লোকটার দিকে। হঠাৎ নিভে যায় আলোটা। তারপর…