হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় সোহাগ। কোথাও পাওয়া যায় না তাকে। এরমধ্যে অপরিচিত নাম্বার থেকে একজন ফোন করে বলেÑসোহাগকে জীবিত পেতে চাইলে পঞ্চাশ লক্ষ টাকা দিতে হবে। টাকা যোগাড় করা হয়। নির্জন স্থানে নিয়ে যাওয়া হয় টাকার ব্যাগ। আর চারপাশ ঘিরে রাখে পুলিশ। আবারও ফোন আসে সেই অপরিচিত নাম্বার থেকে। বলে-সঙ্গে পুলিশ নিয়ে আসার অপরাধে আপনাদের ছেলেকে গুলি করে মেরে ফেলা হলো। গুলির শব্দ শোনা যায় মোবাইলে। পুলিশ লাশ উদ্ধারের অভিযানে নামে। আর ভিন্ন এক উদ্দেশ্য নিয়ে মাঠে নামে রহস্যময় গোয়েন্দা। কী সেই উদ্দেশ্য? কী হয় শেষ পর্যন্ত?