রহস্যময় এবং ভয়ংকর একটি বাড়ি। নাম-ডাকুবাড়ি। এই বাড়িতে কাউকে ঢুকতে দেওয়া হয় না। কেউ যদি ভুল করে ঢুকে পড়ে, সে আর ফেরত আসে না। এই বাড়ির সদস্যরা খুন করে যায় একের পর এক। পুলিশ জামিলকে বলে ডাকুবাড়ির ভেতরের গোপন খবর সংগ্রহ করার জন্যে। একদিন জামিল গাছে উঠে দেখতে পায় ডাকুবাড়ির বারান্দায় গোল হয়ে বসে আছে দুর্ধর্ষ চেহারার কিছু মানুষ। কিছুদিন পর কবির নামের একজন ডাকুবাড়ি থেকে পানি আনতে গিয়ে ধরা পড়ে ডাকুদের হাতে। ডাকুরা তাকে মৃত ভেবে জঙ্গলে ফেলে দিলেও ভাগ্যের জোরে বেঁচে যায় সে। তাকে ভর্তি করা হয় হাসপাতালে। গভীররাতে হাসপাতাল থেকে কবিরকে ছিনিয়ে আনতে যায় মুখোশধারী ডাকুরা। এদিকে ডাকুবাড়ির গোপন খবর পুলিশকে দেওয়ার অপরাধে ডাকুরা যায় জামিলকে জবাই করে হত্যা করতে। শেষ পর্যন্ত কী হবে জামিলের? কবিরেরই বা কী হবে?