খেলার মাঠের পাশে বহুবছর ধরে দাঁড়িয়ে আছে একটা বটগাছ। সবাই জানত গাছটি অন্যান্য গাছের মতোই সাধারণ। কিন্তু…একদিন খেলতে নামার আগে গায়ের শার্ট খুলে বটগাছটার গোড়ায় রাখে পাভেল। তারপর সন্ধ্যা নেমে আসে। খেলা শেষ হয়। পাভেল শার্টের জন্য বটগাছটার গোড়ায় আসে। দেখে শার্ট নেই। অনেক খোঁজাখুঁজির পরও শার্টটা না পেয়ে বাড়ির দিকে পা বাড়ায় পাভেল। রাস্তায় তার দেখা হয় রহস্যময় এক মহিলার সঙ্গে। মহিলার পরনে সাদা শাড়ি, হাতে সাদা লাঠি। এরপর ঘটতে থাকে ভুতুড়ে সব ঘটনা।