একদল দুর্ধর্ষ মুখোশধারী ঢুকে পড়েছে গ্রামে। একের পর এক খুন করে চলেছে তারা। তাদের আস্তানায় হামলা করার পরিকল্পনা করে আশরাফ এবং তার বন্ধুরা। কিন্তু এই পরিকল্পনার খবর জেনে ফেলে মুখোশধারীরা। আশরাফের বন্ধুদের মধ্য থেকেই কেউ একজন খবরটা জানিয়ে দেয় তাদের। কে এই বিশ্বাসঘাতক বন্ধু? এই বিশ্বাসঘাতক বন্ধুটিও একদিন খুন হয় মুখোশধারীদের হাতে। খুন হয় এক পুলিশ অফিসারও। হঠাৎ একদিন মুখোশধারীদের আস্তানায় ঢুকে পড়েন বোকা আলকাস ভাই। আলকাস ভাই মুখোশধারীদের বুদ্ধি দেন আশরাফ এবং তার বন্ধুদের পুড়িয়ে মারার জন্য। গভীররাতে মুখোশধারীরা রওনা হয় পেট্রোল নিয়ে। তারপর…