গড়াগড়ি কিন্তু বিভিন্ন কারণে খাওয়া যায়। তবে হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মজাই অন্যরকম। খেয়েছো কখনও হাসতে হাসতে গড়াগড়ি? হয়তো খাওনি। কিন্তু এখন থেকে খেতে হবে নিয়মিত। ‘গড়াগড়ি হাসি’ বইয়ের একেকটি গল্প পড়বে, আর একবার করে গড়াগড়ি খাবে। যেহেতু এই বইয়ে ৩০টি রম্য রচনা আছে, অতএব ৩০বার গড়াগড়ি খেতে হবে। বিশ্বাস না হলে পড়ে দেখতে পারো। তবে আগেভাগেই একটি কথা বলে রাখি। হাসতে হাসতে গড়াগড়ি খেতে গিয়ে যদি ধুলোবালি লেগে জামাÑকাপড় নষ্ট হয়, লেখক কিন্তু দায়ী থাকবে না।