“বাংলার চারু ও কারু লোকশিল্প” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
গ্রন্থে বাংলাদেশের চারু ও কারু লােকশিল্পের প্রচলিত ও অপ্রচলিত প্রায় সব ধারা সম্পর্কে আলােকপাত করা হয়েছে। স্বীকার করতে বাধা নেই, শিল্প সম্পর্কে আমার জ্ঞান সীমিত। সাহিত্যের জ্ঞান দিয়ে শিল্পের গভীরে প্রবেশ ও তার অন্তর্নীল সৌন্দর্য স্পর্শ করা যায় না। অতি সাধারণ জ্ঞান ও অবদমিত কৌতূহলকে পুঁজি করে গ্রন্থখানি প্রণয়ন করেছি। গ্রন্থে বহু সংখ্যক আলােকচিত্র সংযুক্ত করা হয়েছে, যাতে বর্ণনার পাশাপশি লােকশিল্পের দৃষ্টিগ্রাহ্য রূপটিও উপলব্ধি করা যায়। প্রকাশিত ও অপ্রকাশিত নানা উৎস থেকে চিত্রগুলি গ্রহণ করেছি; নিজস্ব সংগ্রহও আছে। এ ব্যাপারে পূর্বসূরিদের ঋণ আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি। বাংলার লােকশিল্পের একটা পূর্ণাঙ্গ পরিচয় তুলে ধরাই আমার প্রধান লক্ষ্য। সাধ অনেক, সাধ্য কম। কতখানি সফল হয়েছি, বিদগ্ধ পাঠক তা বিচার করবেন।
ওয়াকিল আহমদ
বনানী, ঢাকা
২০ আগস্ট ২০১৬