আমাদের পাইলটস্যার এবং ভুতুড়ে ক্লাব

৳ 120.00

লেখক
প্রকাশক
আইএসবিএন
(ISBN)
9789849175186
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ৬৪
সংস্কার 1st Published, 2016
দেশ বাংলাদেশ

‘আমাদের পাইলটস্যার এবং ভুতুড়ে ক্লাব’ বইটিতে লেখা ফ্ল্যাপের কথা: অদ্ভুত চরিত্রের মানুষ পাইলটস্যার। বিজ্ঞানের শিক্ষক হিসেবে তার তুলনাই হয় না। উদাহরণ দিয়ে যুক্তির পর যুক্তি সাজিয়ে ক্লাসের পড়া বুঝিয়ে বলেন। সব কিছুর মধ্যে যুক্তি খুঁজে বের করাটা তার স্বভাব। সুযোগ পেলেই সবাইকে যুক্তিবাদী হবার পরামর্শ দেন। তার শিক্ষার মূল কথাই হচ্ছে-প্রশ্ন করো, উত্তর খোঁজো, নইলে তুমি মানুষ কিসে!
প্রবল ভূত-বিরোধী এই মানুষটিও কখনো কখনো বলে ওঠেন-যতসব ভূতুড়ে কাণ্ড! প্রিয় ছাত্রেরা চেপে ধরে, ভূত না থাকলে ভুতুড়ে কাণ্ড হয় কেমন করে যুক্তির আলো ফেলে তারা যত সব ভূতুড়ে কেচ্ছা আর কাণ্ডকীর্তি বিশ্লেষণ করতে বসে। রহস্যঘেরা পরিত্যক্ত জমিদার মহলের নির্জনতায় গড়ে ওঠে তাদের ভুতুড়ে ক্লাব। সেই ক্লাবের অনুসন্ধানে বেরিয়ে আসে অত্যাচারী নীলকর টমসনের কুকীর্তি, ভৌতিক প্রতিশোধের মুখে নির্মম। পাকিস্তানি সৈনিকদের পরাস্ত হবার কাহিনী, জানা যায় পঁচাত্তরের পর থেকে টিচার্স রুমে দেয়ালঘড়িতে বার্ষিক এক মিনিট লেট হবার রোমাঞ্চকর ঘটনা।
শুরুতে পাইলটস্যারকে এড়াতে চাইলেও ভুতুড়ে ক্লাবের প্রথম মিটিংয়ের সময় প্রিয় ছাত্রদের মাঝে তার আকস্মিক এবং রহস্যময় উপস্থিতি সবাইকে চমকে দেয়। সেই চমক থেকেই গড়ে ওঠে রফিকুর রশীদের অনন্যসাধারণ কিশোর উপন্যাস ‘আমাদের পাইলটস্যার এবং ভুতুড়ে ক্লাব।

রফিকুর রশীদ। জন্ম ১৯৫৭ সালের ২৭ সেপ্টেম্বর, মেহেরপুর। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষে ১৯৮৩ সালে সিলেটের এক চা-বাগানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে শুরু হয় তাঁর কর্মজীবন। মন টেকে না সেখানে। যােগ দেন কলেজ। শিক্ষকতায়। দীর্ঘ ৩৩ বছর শিক্ষকতা শেষে মেহেরপুরের গাংনী কলেজ থেকে তিনি সম্প্রতি অবসর গ্রহণ করেন। নিভৃতে কাব্যচর্চা দিয়ে শুরু হলেও সত্তর দশকের শেষভাগে পত্র-পত্রিকায় গল্প লিখেই তাঁর আত্মপ্রকাশ সাহিত্যজগতে। দেশের উল্লেখযােগ্য প্রায় সব কাগজে বিরামহীন লিখে চলেছেন গল্প আর গল্প, সঙ্গে উপন্যাসও। ছােট-বড় সকলের জন্যে। নির্মোহ চরিত্র চিত্রণ এবং বর্ণনার বিশ্বস্ততাই কথাশিল্পী হিসেবে তাকে এনে দিয়েছে বিশিষ্টতা। ছােটদের জন্য লেখা গল্প এবং উপন্যাসে রফিকুর রশীদ এনেছেন বিপুল বিষয় বৈচিত্র্য। প্রিয় প্রসঙ্গ মুক্তিযুদ্ধ তাে আছেই, বিপুল উৎসাহ-উদ্দীপনা ও কৌতূহলে ভরা বিচিত্র বর্ণে বর্ণিল ছােটদের নিজস্ব ভুবনের আলােকিত উপস্থাপন ঘটে চলেছে তার লেখা শিশু ও কিশাের সাহিত্যে। স্বপ্নজয়ের কথাশিল্পী রফিকুর রশীদ এরই মাঝে অর্জন করেছেন এম. নূরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, অধ্যাপক মােহাম্মদ খালেদ শিশু সাহিত্য পুরস্কার, চন্দ্রাবতী একাডেমি শিশু ও সাহিত্য সম্মাননা, কাজী কাদের নওয়াজ জন্মশতবর্ষ সম্মাননা, আলাওল সাহিত্য পুরস্কার, অরণি সাহিত্য পুরস্কার, কাঙাল হরিনাথ পদক ও পুরস্কার, বগুড়া লেখকচক্র স্বীকৃতি ও সম্মাননা, সাতক্ষীরা সাহিত্য একাডেমি সম্মাননা, সিকান্দার আবু জাফর সাহিত্য পুরস্কার, দ্বিজেন্দ্র পুরস্কার (ভরত) প্রভৃতি।


বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ